Need Help for Flood Affected People in Sylhet, BD
Donation protected
আস্সালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিলেট অঞ্চলের বর্তমান বন্যায় সম্পর্কে যা সিলেট জেলার স্মরণ কালের ভয়াবহবন্যা।
আমাদের সবার উচিৎ এই বিপদে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এই দুর্যোগে যদি আমরা সাধ্যমত সাহায্য না করি, কিয়ামতের দিন আমাদের রবের কাছে কি জবাব দিবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশী উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হল, একজন মুসলিমের হৃদয়কে খুশীতে পরিপূর্ণ করা অথবা তার কোন কষ্ট দূর করে দেওয়া অথবা তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা ( কাপড় দান করে তার ইজ্জত ঢেকে দেওয়া অথবা ) তার নিকট থেকে তার ক্ষুধা দূর করে দেওয়া। মসজিদে একমাস ধরে ই’তিকাফ করার চাইতে আমার মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন মিটাতে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়।
(ত্বাবারানী ১৩৪৬৮, সহীহ তারগীব ২০৯০, সিলসিলাহ সহীহাহ ৯০৬, সহীহুল জামে’ ১৭৬)।
আমি এ একটি সাহায্য সহযুগিতা শুরু করেছি।
আসুন আমরা আমাদের সাধ্যমত যে যতটুকু পারি সাহায্য করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
দয়া করে এই মেসেজটি বেশি বেশি শেয়ার করুন। জাযাক আল্লাহু খাইরান।
Assalamu walaikum wa rahmatullahi wa barakatuhu
My Dear Brothers and Sisters,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিলেট অঞ্চলের বর্তমান বন্যায় সম্পর্কে যা সিলেট জেলার স্মরণ কালের ভয়াবহবন্যা।
আমাদের সবার উচিৎ এই বিপদে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এই দুর্যোগে যদি আমরা সাধ্যমত সাহায্য না করি, কিয়ামতের দিন আমাদের রবের কাছে কি জবাব দিবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশী উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হল, একজন মুসলিমের হৃদয়কে খুশীতে পরিপূর্ণ করা অথবা তার কোন কষ্ট দূর করে দেওয়া অথবা তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা ( কাপড় দান করে তার ইজ্জত ঢেকে দেওয়া অথবা ) তার নিকট থেকে তার ক্ষুধা দূর করে দেওয়া। মসজিদে একমাস ধরে ই’তিকাফ করার চাইতে আমার মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন মিটাতে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়।
(ত্বাবারানী ১৩৪৬৮, সহীহ তারগীব ২০৯০, সিলসিলাহ সহীহাহ ৯০৬, সহীহুল জামে’ ১৭৬)।
আমি এ একটি সাহায্য সহযুগিতা শুরু করেছি।
আসুন আমরা আমাদের সাধ্যমত যে যতটুকু পারি সাহায্য করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
দয়া করে এই মেসেজটি বেশি বেশি শেয়ার করুন। জাযাক আল্লাহু খাইরান।
Assalamu walaikum wa rahmatullahi wa barakatuhu
My Dear Brothers and Sisters,
There is a huge flood crisis happening in Sylhet Bangladesh region, millions of people have lost their families and homes, many people don’t have anywhere to go and are finding it difficult to find food to survive.
we aim to raise this money to help and support these people during this hard time.
This money will go towards any needs which the people may need such as food, household, shelter and medical.
This money will go towards any needs which the people may need such as food, household, shelter and medical.
Please Donate, Zajak Allahu Khairan.
Organizer
Mohammed Abdul Odud
Organizer
England