বন্যার্তদের জন্য আমরা
Donation protected
"ছিন্নমূলদের পাশে আমরা" ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম দফায় তহবিল সংগ্রহ করে গত মার্চে রাজধানীর ডেমরা, বাসাবো, কমলাপুর, পল্টন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাঁটাবন ও নীলক্ষেত এলাকায় পথশিশুদের হাতে প্রয়োজনীয় খাদ্যসহায়তা ও ঔষধ সামগ্রী বিতরণ করতে পেরেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। প্রথম দফার সেই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পেয়ে গত ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয় কুড়িগ্রাম, দিনাজপুর, বান্দরবান, সিলেট ও বরিশালের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২৫০টি পরিবারের কাছে। দেশ ও দেশের বাইরে থেকে আসা আর্থিক অনুদানের সাহায্যে ইতোমধ্যে বরিশালের ভোলা, সিলেটের সুনামগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী ও হাসনাবাদ উপজেলা, দিনাজপুর সদর, বিরল, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এবং পঞ্চগড়ের বোদা উপজেলায় খাদ্যসহায়তা দেওয়া হয়েছে সফলভাবে। এছাড়া সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে অবস্থিত সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে পৌঁছে গেছে খাদ্য এবং আর্থিক সহায়তা। আর এর সবই সম্ভব হয়েছে স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ সহযোগিতায়।
সাইক্লোন আম্ফানের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনা-কালীন এই চরম দুর্যোগের মাঝে হানা দিয়েছে বন্যা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ জামালপুরের বন্যাদুর্গত এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে ভোগান্তির মধ্যে দিন পার করছে। সেই সাথে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। কোরবানির আগে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ অবস্থায়, ক্যাম্পেইনের তৃতীয় দফায় বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের প্রতিটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা; যাতে থাকবে:
বিস্কুট — ৫ প্যাকেট
স্যালাইন — ৫ টা
ফিটকারি — ২ টা
মোম — ২টা
ম্যাচ — ১ টা
চিড়া — ২কেজি
মুড়ি — ২কেজি
গুড় — হাফ কেজি
চাল — ২কেজি
ডাল — হাফ কেজি
আগের মতো এবারো আমরা আপনাদের সদয় অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশা করছি। বিকাশ/নগদ/রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন আপনারা। এছাড়া পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে আমরা GoFundMe অন্তর্ভুক্ত করেছি।
বিকাশঃ +8801552330998, +8801823600997 (রেফারেন্স হিসেবে “D” ব্যবহার করুন)
নগদঃ +8801796733096 (রেফারেন্স হিসেবে “D” ব্যবহার করুন)
রকেটঃ +88019940002981
ব্যাংক একাউন্টের বিস্তারিতঃ
ব্যাংকের নামঃ সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited)
অ্যাকাউন্টের নামঃ রাফসানুল হক (Rafsanul Hoque)
হিসাব নংঃ ২৩০২৬৩২২৮৭০০১
সুইফট কোডঃ CIBLBDDH
শাখাঃ ধানমন্ডি, ঢাকা
জরুরি প্রয়োজনেঃ 01838250691, 01823600997
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যার যার সাধ্যমত এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান রইলো।
সাইক্লোন আম্ফানের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনা-কালীন এই চরম দুর্যোগের মাঝে হানা দিয়েছে বন্যা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ জামালপুরের বন্যাদুর্গত এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে ভোগান্তির মধ্যে দিন পার করছে। সেই সাথে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। কোরবানির আগে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ অবস্থায়, ক্যাম্পেইনের তৃতীয় দফায় বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের প্রতিটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা; যাতে থাকবে:
বিস্কুট — ৫ প্যাকেট
স্যালাইন — ৫ টা
ফিটকারি — ২ টা
মোম — ২টা
ম্যাচ — ১ টা
চিড়া — ২কেজি
মুড়ি — ২কেজি
গুড় — হাফ কেজি
চাল — ২কেজি
ডাল — হাফ কেজি
আগের মতো এবারো আমরা আপনাদের সদয় অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশা করছি। বিকাশ/নগদ/রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন আপনারা। এছাড়া পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে আমরা GoFundMe অন্তর্ভুক্ত করেছি।
বিকাশঃ +8801552330998, +8801823600997 (রেফারেন্স হিসেবে “D” ব্যবহার করুন)
নগদঃ +8801796733096 (রেফারেন্স হিসেবে “D” ব্যবহার করুন)
রকেটঃ +88019940002981
ব্যাংক একাউন্টের বিস্তারিতঃ
ব্যাংকের নামঃ সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited)
অ্যাকাউন্টের নামঃ রাফসানুল হক (Rafsanul Hoque)
হিসাব নংঃ ২৩০২৬৩২২৮৭০০১
সুইফট কোডঃ CIBLBDDH
শাখাঃ ধানমন্ডি, ঢাকা
জরুরি প্রয়োজনেঃ 01838250691, 01823600997
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যার যার সাধ্যমত এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান রইলো।
Organizer
Adiba Islam
Organizer
Hangatiki, NZ